Ad

‘ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি, সম্পর্ক হবে সমান স্বার্থে’

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯: ৪০
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই সম্মান ও সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এ সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই। তবে সেটা দুই পক্ষেরই স্বার্থের ভিত্তিতে।

শনিবার দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ ও সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব। তারা দেশ চালাবে। তবে আপনাদেরও দ্বায়িত্ব নিতে হবে পুনরায় যেন ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। ছেলে মেয়েদের প্রাণ যেন আর না ঝরে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব জাহিদ হোসেন, বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এয়ার কমোডর খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার আফসান আল আলম, সহকারী কমিশনার নাজমুল হোসেন প্রমুখ।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত