Ad

ডেঙ্গু: আক্রান্ত বেশি পুরুষ, মৃত্যুতে নারী

আতিকুর রহমান, চবি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১১: ৪৫
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৭: ৩১
প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী মানুষ। ডেঙ্গু রাজধানী ঢাকা পেরিয়ে ছড়িয়েছে প্রত্যন্ত গ্রামেও। এই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে নারীদের, আক্রান্ত হচ্ছে পুরুষরা। চলতি মাসের প্রথম আট দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ৪১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬ হাজার ২২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৫২৯ জনের।

এর মধ্যে নভেম্বর মাসে সবচেয়ে বেশি ১৭৩ জন রোগী মারা গেছে। দ্বিতীয় সর্বোচ্চ অক্টোবর মাসে মারা যায় ১৩৫ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে অক্টোবর মাসে, ৩০ হাজার ৮৭৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ নভেম্বর মাসে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৬৫২ জন। অক্টোবর ও নভেম্বরের সেই রেশ এখনো রয়ে গেছে।

পুরুষরা ডেঙ্গুতে আক্রান্ত হলেও বেশি মারা যাচ্ছে নারীরা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ৩৯৩ জন বা ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৫ হাজার ২৩৯ জন বা ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৭০ জন বা ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ২৫২ জন বা ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।

বিষয়:

ডেঙ্গু
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত