আতিকুর রহমান, চবি
ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী মানুষ। ডেঙ্গু রাজধানী ঢাকা পেরিয়ে ছড়িয়েছে প্রত্যন্ত গ্রামেও। এই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে নারীদের, আক্রান্ত হচ্ছে পুরুষরা। চলতি মাসের প্রথম আট দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ৪১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬ হাজার ২২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৫২৯ জনের।
এর মধ্যে নভেম্বর মাসে সবচেয়ে বেশি ১৭৩ জন রোগী মারা গেছে। দ্বিতীয় সর্বোচ্চ অক্টোবর মাসে মারা যায় ১৩৫ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে অক্টোবর মাসে, ৩০ হাজার ৮৭৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ নভেম্বর মাসে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৬৫২ জন। অক্টোবর ও নভেম্বরের সেই রেশ এখনো রয়ে গেছে।
পুরুষরা ডেঙ্গুতে আক্রান্ত হলেও বেশি মারা যাচ্ছে নারীরা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ৩৯৩ জন বা ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৫ হাজার ২৩৯ জন বা ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৭০ জন বা ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ২৫২ জন বা ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।
ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী মানুষ। ডেঙ্গু রাজধানী ঢাকা পেরিয়ে ছড়িয়েছে প্রত্যন্ত গ্রামেও। এই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে নারীদের, আক্রান্ত হচ্ছে পুরুষরা। চলতি মাসের প্রথম আট দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ৪১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৬ হাজার ২২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৫২৯ জনের।
এর মধ্যে নভেম্বর মাসে সবচেয়ে বেশি ১৭৩ জন রোগী মারা গেছে। দ্বিতীয় সর্বোচ্চ অক্টোবর মাসে মারা যায় ১৩৫ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে অক্টোবর মাসে, ৩০ হাজার ৮৭৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ নভেম্বর মাসে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৬৫২ জন। অক্টোবর ও নভেম্বরের সেই রেশ এখনো রয়ে গেছে।
পুরুষরা ডেঙ্গুতে আক্রান্ত হলেও বেশি মারা যাচ্ছে নারীরা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ৩৯৩ জন বা ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৫ হাজার ২৩৯ জন বা ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৭০ জন বা ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ২৫২ জন বা ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।
খোলা আকাশের নিচে অর্ধশতাধিক মাটির চুলায় বানানো হয় বাহারি সব পিঠা। স্থানীয় কিছু ব্যক্তি এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র এসব দোকানের উদ্যোক্তা। কারিগর স্থানীয় নারীরা।
৩ দিন আগেবিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের সামনে হোটেলের অবস্থান। নামকরণের বিষয়ে বলেন, শুরুতে দোকানের কোনো নাম ছিল না। খাবার বিক্রি শুরু হলে শিক্ষার্থীরাই বেশি আসত। আমার বাড়ি ঢাকা বলে সবাই ঢাকার হোটেল বলত। এরপর থেকে এই নামেই পরিচিতি লাভ করে। পরবর্তীতে নাম দিলাম ‘ঢাকা হোটেল’।
৯ দিন আগেশীত আমাদের প্রকৃতির বৈচিত্র্যময় রূপের একটি। রাতে পাতায় পাতায় কুয়াশা পড়ে। গাম্ভীর্যময় বৈশিষ্ট্যের জন্য শীতের সকাল বছরের অন্য ঋতুর থেকে স্বতন্ত্র। তাইতো কবি সুকান্ত বলেছেন, ‘শীতের সকাল/দরিদ্রের বস্ত্রের আকাল/শীতের সকাল/অসাম্যের কাল/ধনীর সুখ আর আনন্দ/ শ্রেণি সংগ্রাম এ নিয়ে চলে দ্বন্দ্ব।’
৯ দিন আগে