Ad

বিজয় দিবসের একগুচ্ছ ছড়া

জয়নব জোনাকি
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২: ১১

বিজয়

বিজয় মানে বন্দী খাঁচায়

মুক্তি পাবার দিন ,

বুকের মাঝে খুশির জোয়ার

বাজে সুখের বীণ।

বিজয় মানে শহীদ হওয়া

লক্ষ প্রাণের ঋণ,

শিরায় শিরায় প্রবাহিত

আনন্দ সুদিন।

বিজয় মানে নয়তো বিরোধ

প্রফুল্ল এক মন,

উঁচু নিচু নয় ভেদাভেদ

সবাই আপন জন।

বিজয় মানে জুলুম শোষক

পালিয়ে যাবার ক্ষণ,

রক্তসাগর পাড়ি দিয়ে

ফিরিয়ে পাওয়া ধন।

.

বিজয় এলো

এই পতাকা লাল-সবুজের

তুলি দিয়ে আঁকা,

শহীদ ভাইদের ত্যাগে ঝরা

রক্ত দিয়ে মাখা।

এই পতাকায় লেখা আছে

মায়ের বর্ণমালা,

খুশির ঢেউয়ে ছুটলো দুরে

সাগর, নদীনালা।

এই পতাকার পটভূমি

ইতিহাসে গড়া,

সাহস এবং শক্তি দিয়ে

বীরের মত লড়া।

এই পতাকায় বিজয় এলো

এলো সুখের হাসি,

লাল-সবুজের এই পতাকা

সবাই ভালবাসি।

.

গাই বিজয়ের গান

আমার মায়ের বুকের তাজা

খুন ঝরানো প্রাণ

ইতিহাসে থাকবে গাঁথা

রবে যে অম্লান,

লাল-সবুজের নিশান হাতে

গাই বিজয়ের গান।

সাগর-নদী ঝর্ণা ধারায়

আসলো ঐক্যতান,

রবি-শশীর গা ছুঁয়ে আজ

নামলো আলোর বান,

চারিদিকে ঐ শোনা যায়

বিজয় কলতান।

কতো ভাইয়ের ত্যাগের মাঝে

করলো জীবন দান,

সবার মুখে ফুটলো হাসি

বাড়লো দেশের মান

এ বিজয়ের হয়না যেনো

কোনো অপমান।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত