স্টাফ রিপোর্টার
জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ ১২ বছর বয়সী কিশোর আরাফাত হুসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যায় আরাফাত।
আজ সোমবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের জানাজা অনুষ্ঠিত হবে। উত্তরা ১৪নং সেক্টর কবরস্থান তাকে দাফন করা হবে।
জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ন কবীর হিমু জানান, আরাফাত শরীরের একাধিক গুলি লেগেছিল। গুরুতর আহত আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। এর মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করলো এই কিশোর। রাজধানীর উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেনির শিক্ষার্থী আরাফাত।
আরাফাতের ভাই হাসান আলী আজ সকালে আমার দেশকে জানান, গত ৫ আগস্ট উত্তরা আজমপুর থানার সামনে পুলিশের গুলিতে আহত হয় আরাফাত। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শুরুতে স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থা সঙ্কটাপন্ন দেখে সেখানকার চিকিৎসকেরা সিএমএইচ-ভর্তির সুপারিশ করেন৷ সেখানেই সাড়ে চার মাস ধরে চিকিৎসাধীন ছিল আরাফাত। রোববার রাতে ম্যাসিভ হার্টঅ্যাটাক হলে মারা যায় এই শিক্ষার্থী।
হাসান আলী আরও জানান, এই মুহূর্তে আরাফাতকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে নেওয়া হবে শহীদ মিনারে।
জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ ১২ বছর বয়সী কিশোর আরাফাত হুসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যায় আরাফাত।
আজ সোমবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের জানাজা অনুষ্ঠিত হবে। উত্তরা ১৪নং সেক্টর কবরস্থান তাকে দাফন করা হবে।
জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ন কবীর হিমু জানান, আরাফাত শরীরের একাধিক গুলি লেগেছিল। গুরুতর আহত আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। এর মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করলো এই কিশোর। রাজধানীর উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেনির শিক্ষার্থী আরাফাত।
আরাফাতের ভাই হাসান আলী আজ সকালে আমার দেশকে জানান, গত ৫ আগস্ট উত্তরা আজমপুর থানার সামনে পুলিশের গুলিতে আহত হয় আরাফাত। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শুরুতে স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থা সঙ্কটাপন্ন দেখে সেখানকার চিকিৎসকেরা সিএমএইচ-ভর্তির সুপারিশ করেন৷ সেখানেই সাড়ে চার মাস ধরে চিকিৎসাধীন ছিল আরাফাত। রোববার রাতে ম্যাসিভ হার্টঅ্যাটাক হলে মারা যায় এই শিক্ষার্থী।
হাসান আলী আরও জানান, এই মুহূর্তে আরাফাতকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে নেওয়া হবে শহীদ মিনারে।
বন্ধুদের সাহস দিয়ে অহিদ বলেছেন, তোরা কী ভীতু? ভয় পাস? একদিনতো মরবই, আজকে মরলে দেশের জন্য মরব।
১১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন চিরপ্রতিবাদী যুবক জুয়েল রানা। আন্দোলনের শেষ দিনে হাসিনা সরকারের পতনের খবরে আনন্দ মিছিলে অংশ নিয়ে গাজীপুরে আনসার একাডেমির সামনে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।
১৬ ঘণ্টা আগেস্থানীয় এস এস রোডের ইলিয়ড ব্রিজের কাছে যুবলীগের সন্ত্রাসীরা মিছিলে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সমুন। শহীদের কাতারে যুক্ত হয় তার নাম।
২০ ঘণ্টা আগেএকমাত্র ছেলে সন্তানের এমন মৃত্যুতে পাগলপ্রায় সুজনের মা। তিনি বলেন, কত স্বপ্ন ছিল, আমার সুজয় পরিবারের হাল ধরবে, বলেই কান্নায় ভেঙে পড়েন। এমন হৃদয়বিদারক হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন তার স্বজনরা।
২ দিন আগে