Ad

বিপিএলে রাজশাহীর নতুন রিক্রুট হ্যারিস

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০: ১১

দিন কয়েক পর শুরু হবে বিপিএলের ১১তম আসর। এই টুর্নামেন্টের আগে দলগুলো এখনও নিজেদের খেলোয়াড়দের দলে ভেড়াচ্ছে। এরই অংশ হিসেবে নতুন দল দুর্বার রাজশাহী দলে ভিড়িয়েছে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হ্যারিসকে। বিষয়টি নিশ্চিত করেছে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট।

২৩ বছর বয়সী এই ওপেনার এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৬ ওয়ানডে আর ৯ টি-টোয়েন্টি খেলেছেন। সবশেষ ২০২৩ সালে পাকিস্তানের জার্সিতে মাঠে নামা এই ওপেনার জাতীয় দলের অভিষেকে নজর কাড়লেও শেষ পর্যন্ত পাকাপোক্ত করতে পারেননি নিজের জায়গা।

দ্বিতীয়বারের মতো বিপিএলে খেলতে আসবেন মোহাম্মদ হ্যারিস। এর আগে গত আসরে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে ৪ ম্যাচে ৬৩ রান করেন তিনি।

বিষয়:

ক্রিকেট
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত