Ad

এনসিএল টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন রংপুর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫: ৪২
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৭: ২৫

প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতল রংপুর বিভাগ।

আজ ফাইনালে ঢাকা মেট্রোপলিটনকে ৫ উইকেটে পরাজিত করে শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানে অলরাউট হয় ঢাকা। লক্ষ্য তাড়া করতে নেমে ১১.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় দেশের উত্তরাঞ্চলের দলটি।

মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবুর বোলিং তোপে পড়ে দাঁড়াতে পারেনি ঢাকার ব্যাটিং লাইন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শুরু থেকেই তাদের চেপে ধরে রংপুরের বোলাররা।

১৬ রানেই প্রতিপক্ষের ৫ ব্যাটসম্যানকে ফেরায় তারা। তাতেই অসহায় আত্মসমর্পন করে ঢাকা ব্যাটাররা। সে ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা।

ঢাকার হয়ে কোনো ব্যাটসম্যান ২০ রানের কোটায় যেতে পারেননি। সর্বোচ্চ ১৪ রান করেন শামসুর রহমান শুভ। এজন্য ২৮ বল খেলেন তিনি। ৯ বলে ১৩ রান করেন সিমিং অলরাউন্ডার আবু হায়দার রনি। ৬ রান আসে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে।

ঢাকাকে অল্পতেই গুটিয়ে দেওয়ার পথে সমান ৩টি করে উইকেট নেন মুগ্ধ ও বাবু। কাকতালীয়ভাবে দুজনেই খরচ করেন সমান ১২ রান। মুগ্ধ ৪ ওভারের কোটা পূরণ করলেও ৩.৩ ওভার হাত ঘুরান বাবু। এছাড়া দলটির হয়ে ৯ রানের বিনিময়ে ১ উইকেট নেন রবিউল।

জবাব দিতে নেমে রংপুরও ইনিংসের শুরুতে বিপযয়ে পড়েছিল। সে বিপযয় সামলে শেষ পর্যন্ত জয় তুলে নেয় তারা।

রংপুরের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন এনাম ও আরিফুল হক। ঢাকার হয়ে ২টি উইকেট নেন আলিস ইসলাম।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত