ক্রীড়া প্রতিবেদক
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির সূচি এখনও প্রকাশ করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও আসন্ন টুর্নামেন্টের কয়েকটি ম্যাচের সম্ভাব্য সূচি সম্পর্কে জানিয়েছে পাকিস্তান ও ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।
চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসর মাঠে গড়াবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ৯ মার্চ ফাইনাল দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে। কলকাতার খেলাধুলাভিত্তিক গণমাধ্যম রেভ স্পোর্টস জানিয়েছে, উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটির ভেন্যু করাচি। অন্যদিকে পাকিস্তান ও ভারতের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।
ভারতীয় দল পাকিস্তান যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ঘোষণা দিয়েছে আইসিসি। তাই নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যুতে।
যদিও ভারতের ম্যাচগুলো কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। গুঞ্জন আছে, ভারতের ম্যাচগুলো দুবাইতে অনুষ্ঠিত হবে। বিকল্প হিসেবে উঠে আসছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর নামও।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির সূচি এখনও প্রকাশ করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও আসন্ন টুর্নামেন্টের কয়েকটি ম্যাচের সম্ভাব্য সূচি সম্পর্কে জানিয়েছে পাকিস্তান ও ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।
চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসর মাঠে গড়াবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ৯ মার্চ ফাইনাল দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে। কলকাতার খেলাধুলাভিত্তিক গণমাধ্যম রেভ স্পোর্টস জানিয়েছে, উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটির ভেন্যু করাচি। অন্যদিকে পাকিস্তান ও ভারতের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।
ভারতীয় দল পাকিস্তান যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ঘোষণা দিয়েছে আইসিসি। তাই নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যুতে।
যদিও ভারতের ম্যাচগুলো কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি। গুঞ্জন আছে, ভারতের ম্যাচগুলো দুবাইতে অনুষ্ঠিত হবে। বিকল্প হিসেবে উঠে আসছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর নামও।
গত আগস্টে বাঁ পায়ের চোটে পড়া স্টোকস ফের একই ধরনের চোটে পড়েছেন। ফলে আগামী তিন মাস তাকে থাকতে হচ্ছে মাঠের বাইরে।
১২ ঘণ্টা আগেবসুন্ধরা কিংসের তুলনায় কম শক্তির দল গড়ে এবার প্রিমিয়ার লিগে রীতিমতো চমক দিয়ে যাচ্ছে মোহামেডান।
১২ ঘণ্টা আগে৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে। যেখানে গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ। গ্রুপে লাল সবুজের দলের বাকি দুই প্রতিপক্ষ হলো পাকিস্তান ও নিউজিল্যান্ড। অন্যদিকে ‘বি’ গ্রুপের দল চারটি হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।
১৪ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শুরু থেকেই ঢাকাকে চেপে ধরে রংপুরের বোলাররা।
১৭ ঘণ্টা আগে