Ad

আলো ছড়াচ্ছে সাইম আইয়ুবের ব্যাট

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২: ২০

তার ছোট্ট একটা পরিসংখ্যান জানাই। ৯ ম্যাচে তিন সেঞ্চুরি। একটি হাফসেঞ্চুরি। সেই হাফসেঞ্চুরিও আবার ৮২ রানের। তিন সেঞ্চুরির তিনটিই আবার শেষ পাঁচ ম্যাচে। ব্যাটিং গড় ৬৪.৩৭। এই ব্যাটসম্যানের নাম সাইম আইয়ুব। পাকিস্তানের ওপেনার। দুর্দান্ত ফর্মে রয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।

ওয়ানডে ক্যারিয়ারের ৯টি ম্যাচের সবগুলোই চলতি বছর খেলেছেন। ৪ নভেম্বর খেলেছেন ওয়ানডেতে নিজের প্রথম ম্যাচ। নবম ম্যাচটা খেললেন ২২ ডিসেম্বর। মাত্র দেড় মাসের এই সময়ে তিনটি সেঞ্চুরি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ে পাকিস্তানের সেরা পারফর্মার সাইম আইয়ুব।

পাকিস্তান তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যান টি-টোয়েন্টি সিরিজে ঝলক দেখানোর পর ওয়ানডে সিরিজেও নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তান। এই ঐতিহাসিক জয়ের মূল নায়ক সাইম আইয়ুব। ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরির ইনিংস খেলেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। এই ইনিংস খেলার পথে কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড ভেঙে দেন করাচির এই ক্রিকেটার। পার্লের বোল্যান্ড পার্কে দক্ষিণ আফিকার বিপক্ষে রান তাড়ায় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে লারাকে ছাপিয়ে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন আইয়ুব। সিরিজের শেষ ম্যাচেও জোহানেসবার্গের মাঠে রুদ্রমূর্তি ধারণ করেন। প্রোটিয়া বোলারদের হতাশ করে তুলে নেন ১০১ রান।

হন ম্যাচ ও সিরিজ সেরা। টি-টোয়েন্টি সিরিজেও অসাধারণ ব্যাটিং করেছেন এই তরুণ। বিস্ফোরক ব্যাটিংয়ে ৯৭ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলে পাকিস্তানের দুইশ’র বেশি রান সংগ্রহে অবদান রাখেন আইয়ুব। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে মোট ৩৬৪ রান সংগ্রহ করেন এই পাকিস্তানি উদীয়মান তারকা।

আন্তর্জাতিক ক্যারিয়ার দুই বছরও হয়নি। কিন্তু ব্যাটিংয়ে যে প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছেন আইয়ুব, পাকিস্তানের ভবিষ্যতের মহাতারকার আগমনী বার্তা দিয়ে রাখলেন। অবশ্য ঘরোয়া ক্রিকেটে বেশি দিন হয়নি তার যাত্রা শুরু হয়েছে। ২০২১ সালে পাকিস্তানের সুপার লিগের মাধ্যমে পথচলা শুরু তার। এরপর আর পেছনে থাকতে হয়নি। অল্প দিনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান লিগে খেলার সুযোগ পান এই ২২ বছর বয়সী ব্যাটসম্যান। এখন আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াচ্ছেন আইয়ুব।

রান ও সেঞ্চুরি উৎসবে ভাসা সাইম আইয়ুবের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ম্যাচ ভালো যায়নি। মাত্র ১ রান করেন। সেই তিনিই পরের আট ম্যাচে তিন সেঞ্চুরি ও একটি পেটমোটা হাফসেঞ্চুরি হাঁকিয়ে জানিয়ে দিলেন সামনের সময়টা এখন তারই।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত