ক্রীড়া প্রতিবেদক
টুর্নামেন্ট ভালোভাবে শুরু করলেও শেষটা ঠিক হলো না বাংলাদেশের। সুপার ফোরে বাংলাদেশ হার মানে ভারতের মেয়েদের কাছে। ফাইনালেও সেই একই ফল। ৪১ রানে ফাইনাল জিতে অনুর্ধ্ব-১৯ উইমেন্স এশিয়া কাপের ট্রফি জিতলো ভারত। বাংলাদেশ রানার্সআপ। ফাইনালেও হারের কারণ সেই একই-ব্যাটিং ব্যর্থতা। ভারতের ১১৭ রানের জবাবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭৬ রানে। ৪১ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
ছয় দেশের এই টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বে ভালো পারফরমেন্স দেখায়। সুপার ফোরে উঠে আসে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। এই পর্বে ভারতের কাছে হারে। সেই ভারতের সঙ্গে আবার দেখা হয় ফাইনালে। সেখানেও বাংলাদেশ লড়াই জমিয়ে তুলতে পারেনি।
কুয়ালালামপুরের ফাইনালে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং বেছে নেয়। ভারতীয় দলও ব্যাটিংয়ে বড় কোনো সুবিধা করতে পারেনি। ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান তুলে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন ওপেনার গাঙ্গদি তৃষ্ণা। বাংলাদেশের পেসার ফারজানা ৩১ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলিং পারফর্মার।
জয়ের জন্য ১১৮ রান টার্গেট। কিন্তু শুরু থেকেই বাংলাদেশের ব্যাটিং ফ্লপ। ওপেনার ফাহমিদা এবং মাঝের সারির ব্যাটার জুরাইয়া ছাড়া দলের আর কেউ দুই অংঙ্কের ঘরে পৌছাতে পারেননি। ১৮.৩ ওভারে বাংলাদেশের ইনিংস থেমে যায় মাত্র ৭৬ রানে। ৪১ রানে ফাইনাল হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১১৭/৭ (২০ ওভারে, তৃষ্ণা ৫২, ফারজানা ৪/৩১)। বাংলাদেশ ৭৬/১০ (১৮.৩ ওভারে, ফাহমিদা ১৮, জুরাইয়া ২২, শুক্লা ৩/১৭)। ফল: ভারত ৪১ রানে জয়ী।
টুর্নামেন্ট ভালোভাবে শুরু করলেও শেষটা ঠিক হলো না বাংলাদেশের। সুপার ফোরে বাংলাদেশ হার মানে ভারতের মেয়েদের কাছে। ফাইনালেও সেই একই ফল। ৪১ রানে ফাইনাল জিতে অনুর্ধ্ব-১৯ উইমেন্স এশিয়া কাপের ট্রফি জিতলো ভারত। বাংলাদেশ রানার্সআপ। ফাইনালেও হারের কারণ সেই একই-ব্যাটিং ব্যর্থতা। ভারতের ১১৭ রানের জবাবে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭৬ রানে। ৪১ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
ছয় দেশের এই টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ পর্বে ভালো পারফরমেন্স দেখায়। সুপার ফোরে উঠে আসে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। এই পর্বে ভারতের কাছে হারে। সেই ভারতের সঙ্গে আবার দেখা হয় ফাইনালে। সেখানেও বাংলাদেশ লড়াই জমিয়ে তুলতে পারেনি।
কুয়ালালামপুরের ফাইনালে টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং বেছে নেয়। ভারতীয় দলও ব্যাটিংয়ে বড় কোনো সুবিধা করতে পারেনি। ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান তুলে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন ওপেনার গাঙ্গদি তৃষ্ণা। বাংলাদেশের পেসার ফারজানা ৩১ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলিং পারফর্মার।
জয়ের জন্য ১১৮ রান টার্গেট। কিন্তু শুরু থেকেই বাংলাদেশের ব্যাটিং ফ্লপ। ওপেনার ফাহমিদা এবং মাঝের সারির ব্যাটার জুরাইয়া ছাড়া দলের আর কেউ দুই অংঙ্কের ঘরে পৌছাতে পারেননি। ১৮.৩ ওভারে বাংলাদেশের ইনিংস থেমে যায় মাত্র ৭৬ রানে। ৪১ রানে ফাইনাল হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১১৭/৭ (২০ ওভারে, তৃষ্ণা ৫২, ফারজানা ৪/৩১)। বাংলাদেশ ৭৬/১০ (১৮.৩ ওভারে, ফাহমিদা ১৮, জুরাইয়া ২২, শুক্লা ৩/১৭)। ফল: ভারত ৪১ রানে জয়ী।
গত আগস্টে বাঁ পায়ের চোটে পড়া স্টোকস ফের একই ধরনের চোটে পড়েছেন। ফলে আগামী তিন মাস তাকে থাকতে হচ্ছে মাঠের বাইরে।
১২ ঘণ্টা আগেবসুন্ধরা কিংসের তুলনায় কম শক্তির দল গড়ে এবার প্রিমিয়ার লিগে রীতিমতো চমক দিয়ে যাচ্ছে মোহামেডান।
১২ ঘণ্টা আগে৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে। যেখানে গ্রুপ ‘এ’তে আছে বাংলাদেশ। গ্রুপে লাল সবুজের দলের বাকি দুই প্রতিপক্ষ হলো পাকিস্তান ও নিউজিল্যান্ড। অন্যদিকে ‘বি’ গ্রুপের দল চারটি হলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড।
১৪ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শুরু থেকেই ঢাকাকে চেপে ধরে রংপুরের বোলাররা।
১৭ ঘণ্টা আগে