স্পোর্টস ডেস্ক
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রাজি না হওয়ায় হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এই নিয়মে পাকিস্তানের মাটিতে খেলতে যেতে হবে না ভারতকে।
নিজেদের দল খেলতে যেতে রাজি না হলেও পাকিস্তানের কোনো ক্ষতি দেখছেন না ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। বরং হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে রাজি হওয়ায় পাকিস্তানের লাভ দেখছেন তিনি।
শুরুতে চ্যাম্পিয়নস ট্রফির হাইব্রিড মডেলে রাজি ছিল না পাকিস্তান। যদিও সম্প্রতি আইসিসি ঘোষণা দিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তান ও ভারত একে অন্যের দেশে খেলতে যাবে না। যেকোনো টুর্নামেন্টে নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ক্রিকেট দুনিয়ার অন্যতম দুই পরাশক্তি।
শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে করতে রাজি হওয়ায় পুরস্কার স্বরূপ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। মূলত এটাকেই পাকিস্তানের জয় বলে মনে করছেন আকাশ।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব পাকিস্তানের হাতেই থাকছে। শুরুতে হাইব্রিড মডেলের বিরুদ্ধে থাকলেও শেষ পর্যন্ত পিসিবি রাজি হয়েছে। এজন্য অবশ্য তাদের খালি হাতে ফিরতে হয়নি।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রাজি না হওয়ায় হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এই নিয়মে পাকিস্তানের মাটিতে খেলতে যেতে হবে না ভারতকে।
নিজেদের দল খেলতে যেতে রাজি না হলেও পাকিস্তানের কোনো ক্ষতি দেখছেন না ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। বরং হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে রাজি হওয়ায় পাকিস্তানের লাভ দেখছেন তিনি।
শুরুতে চ্যাম্পিয়নস ট্রফির হাইব্রিড মডেলে রাজি ছিল না পাকিস্তান। যদিও সম্প্রতি আইসিসি ঘোষণা দিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তান ও ভারত একে অন্যের দেশে খেলতে যাবে না। যেকোনো টুর্নামেন্টে নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ক্রিকেট দুনিয়ার অন্যতম দুই পরাশক্তি।
শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে করতে রাজি হওয়ায় পুরস্কার স্বরূপ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। মূলত এটাকেই পাকিস্তানের জয় বলে মনে করছেন আকাশ।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব পাকিস্তানের হাতেই থাকছে। শুরুতে হাইব্রিড মডেলের বিরুদ্ধে থাকলেও শেষ পর্যন্ত পিসিবি রাজি হয়েছে। এজন্য অবশ্য তাদের খালি হাতে ফিরতে হয়নি।’
চলমান সংকটের মধ্যেই ৩৬ নারী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৫ ঘণ্টা আগেনারী ফুটবলে সংকট নিরসনের জন্য এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অবস্থাদৃষ্টে যা বোঝা যাচ্ছে, বিদ্রোহী ফুটবলারদের বাদ দিয়েই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে প্রীতি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ দল।
৭ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তিনটি ম্যাচে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ। সোমবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে কোন ম্যাচে কারা দায়িত্ব পালন করবেন, এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
৭ ঘণ্টা আগেওয়ানডে অভিষেকে দারুণ এক ইনিংস খেলে রেকর্ডের সাক্ষী হলেন ম্যাথু ব্রিজকে। যদিও রেকর্ডের দিনটা জয়ে রাঙাতে পারল না দক্ষিণ আফ্রিকা। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে তারা। তাদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড
৮ ঘণ্টা আগে