Ad

আকাশ চোপড়ার চোখে পাকিস্তানের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮: ২৩

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রাজি না হওয়ায় হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এই নিয়মে পাকিস্তানের মাটিতে খেলতে যেতে হবে না ভারতকে।

নিজেদের দল খেলতে যেতে রাজি না হলেও পাকিস্তানের কোনো ক্ষতি দেখছেন না ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। বরং হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে রাজি হওয়ায় পাকিস্তানের লাভ দেখছেন তিনি।

শুরুতে চ্যাম্পিয়নস ট্রফির হাইব্রিড মডেলে রাজি ছিল না পাকিস্তান। যদিও সম্প্রতি আইসিসি ঘোষণা দিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তান ও ভারত একে অন্যের দেশে খেলতে যাবে না। যেকোনো টুর্নামেন্টে নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ক্রিকেট দুনিয়ার অন্যতম দুই পরাশক্তি।

শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে করতে রাজি হওয়ায় পুরস্কার স্বরূপ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। মূলত এটাকেই পাকিস্তানের জয় বলে মনে করছেন আকাশ।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব পাকিস্তানের হাতেই থাকছে। শুরুতে হাইব্রিড মডেলের বিরুদ্ধে থাকলেও শেষ পর্যন্ত পিসিবি রাজি হয়েছে। এজন্য অবশ্য তাদের খালি হাতে ফিরতে হয়নি।’

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত