Ad

প্রথম দফায় দেশে ফিরেছেন বাংলাদেশের ৪ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩: ০৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ী দলের ৪ ক্রিকেটার রবিবার সকালে দেশে ফিরেছেন। তারা হলেন-তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও জাকের আলী অনিক।

ক্যারিবিয়ান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বা লন্ডন হয়ে দেশে ফিরতে হচ্ছে ক্রিকেটারদের। পুরো দল একসঙ্গে লম্বা এই পথ পাড়ি দিতে পারছে না।

মূলত, ক্রিসমাসের ছুটির কারণে তৈরি হওয়া ফ্লাইট সংকটের কারণে ক্রিকেটারদের ভাগে ভাগে দেশে ফিরতে হচ্ছে।

রবিবার বিকালে আরেক দফা এবং সোমবার আরও দুই দফায় বাংলাদেশে ফিরবে ক্রিকেটাররা।

বিষয়:

ক্রিকেট
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত