Ad

হেরে অবনমন, মৌসুমের বাকি সময়ের দিকে তাকিয়ে বার্সা কোচ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫: ১৬

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার মাঠে জিততেই ভুলে গেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে তাদের। স্পেনের শীর্ষ লিগে নিজেদের সবশেষ ম্যাচে বার্সাকে ২-১ গোলে হারিয়েছে ক্লাবটি। এই হারে টেবিলের দুইয়ে নেমে গেছে কাতালানরা। এমতাবস্থায় শিরোপা লড়াইয়ে মৌসুমের বাকি ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছেন ক্লাবটির প্রধান কোচ হান্সি ফ্লিক।

১৯ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৩৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকোর নামের পাশে শোভা পাচ্ছে ৪১ পয়েন্ট। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। পরবর্তী দুই ম্যাচে জিতলে শীর্ষে চলে যাবে কার্লো আনচেলত্তির দল।

এর আগে সবশেষ ২০০৬ সালে বার্সার মাঠে লা লিগার ম্যাচ জিতেছিল অ্যাটলেটিকো। এরপর গত ১৮ বছরে কাতালুনিয়ার মাঠে লিগ ম্যাচ খেলেছে ১৮টি। এর মধ্যে হেরে গেছে ১৩টিতেই। বাকি ৫টিতে পয়েন্ট ভাগ করে ফিরেছে দিয়েগো সিমিওনির শিষ্যরা।

অ্যাটলেটিকোর ১৮ বছরের অপেক্ষা ফুরানোর দিনে হারলেও ম্যাচে প্রথমে গোল করে বার্সা। ৩০ মিনিটে পেদ্রি প্রতিপক্ষের জালে বল জড়ান। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৬০ মিনিটে রদ্রিগো ডি পলের গোলে ম্যাচে ফেরে সফরকারীরা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ড্রয়ের পথেই হাঁটছিল ম্যাচ। যদিও অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে অ্যাটলেটিকোকে এগিয়ে নেন আলেক্সান্ডার সরলথ। জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

ম্যাচ শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লিক বলেন, ‘অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে আমি খুবই হতাশ। কারণ ম্যাচটিতে আমরা ভালো ফুটবল খেলেছিলাম। এখন বিরতির সময়। আমরা সবাই বিরতিতে থাকব। ক্রিসমাস উদযাপন করব। এরপর অনুশীলনে ফিরব। দেখি মৌসুমের বাকি সময়ে আমরা কি করতে পারি।’

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত