আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণ উৎসাহিত করতে একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। সিরিয়ায় আসাদ সরকার পতনের পর পরিবর্তনশীল পরিস্থিতিতে এই পদক্ষেপ প্রয়োজনীয় হয়ে পড়েছে বলে গতকাল মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গোলান মালভূমির জনসংখ্যা দ্বিগুণ করতে চান বলে জানিয়েছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল এই অঞ্চল দখল করেছিল।
গোলান মালভূমিতে বর্তমানে ৩০টির বেশি ইসরায়েলি বসতি রয়েছে। সব মিলিয়ে এসব বসতিতে আনুমানিক ২০ হাজার মানুষ বাস করছেন। এছাড়া, ওই এলাকায় ড্রুজ আরব গোষ্ঠীর প্রায় ২০ হাজার সিরীয় রয়েছেন। ইসরায়েলের দখলে আসার পরও তারা এলাকা ছেড়ে যাননি।
আসাদ সরকার পতনের পর গোলান মালভূমি ও সিরিয়ার মধ্যে একটি বাফার জোনে অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, দামেস্কে ক্ষমতার পটপরিবর্তনের কারণে দুদেশের যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে।
বসতি সম্প্রসারণের পরিকল্পনার ঘোষণা করেও নেতানিয়াহু রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে চায় না ইসরায়েল। বাস্তবতার প্রেক্ষাপটে তাদের সিরিয়া-নীতি নির্ধারিত হবে।
এই বসতি স্থাপন আন্তর্জাতিক আইন পরিপন্থি হলেও তার তোয়াক্কা করে না তেল আবিব। এ বিষয়ে নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমির এই এলাকা আমরা ছাড়বো না। এখানে আমরা উন্নয়ন করব, আরো বসতি স্থাপন করব।
তবে, এই পরিকল্পনায় আপত্তি জানিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, বসতি সম্প্রসারণের কোনো প্রয়োজনীয়তা দেখছেন না তিনি।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সিরিয়ার সঙ্গে সংঘাত বাড়াতে ও বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে চান না। তাহলে বসতি স্থাপনের পরিকল্পনা করে আবার ঠিক উল্টো কাজটিই বা কেন করছি! আমরা ইতোমধ্যে যথেষ্ট সংকট মোকাবিলা করছি।
নেতানিয়াহুর এই ঘোষণার কিছু দিন আগেই সিরিয়ার কার্যত নতুন নেতা (ডি ফ্যাক্টো লিডার) আবু মোহাম্মদ আল-জোলানি সামরিক অবকাঠামোতে ধারাবাহিক ইসরায়েলি হামলার সমালোচনা করেছিলেন।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ৮ ডিসেম্বর থেকে সিরিয়ায় ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
সিরিয়া টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে আল-জোলানি বলেছেন, ইসরায়েলি হামলা বিপদসীমা অতিক্রম করেছে। ফলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিবেশী কোনও রাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না সিরিয়া। যুদ্ধবিধ্বস্ত দেশের নতুন সংঘাতে জড়ানোর অবস্থা নেই। তবে তার বক্তব্যের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অধিকৃত গোলান মালভূমিতে বসতি সম্প্রসারণ উৎসাহিত করতে একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল। সিরিয়ায় আসাদ সরকার পতনের পর পরিবর্তনশীল পরিস্থিতিতে এই পদক্ষেপ প্রয়োজনীয় হয়ে পড়েছে বলে গতকাল মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
গোলান মালভূমির জনসংখ্যা দ্বিগুণ করতে চান বলে জানিয়েছেন নেতানিয়াহু। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল এই অঞ্চল দখল করেছিল।
গোলান মালভূমিতে বর্তমানে ৩০টির বেশি ইসরায়েলি বসতি রয়েছে। সব মিলিয়ে এসব বসতিতে আনুমানিক ২০ হাজার মানুষ বাস করছেন। এছাড়া, ওই এলাকায় ড্রুজ আরব গোষ্ঠীর প্রায় ২০ হাজার সিরীয় রয়েছেন। ইসরায়েলের দখলে আসার পরও তারা এলাকা ছেড়ে যাননি।
আসাদ সরকার পতনের পর গোলান মালভূমি ও সিরিয়ার মধ্যে একটি বাফার জোনে অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, দামেস্কে ক্ষমতার পটপরিবর্তনের কারণে দুদেশের যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে।
বসতি সম্প্রসারণের পরিকল্পনার ঘোষণা করেও নেতানিয়াহু রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার সঙ্গে সংঘাতে জড়াতে চায় না ইসরায়েল। বাস্তবতার প্রেক্ষাপটে তাদের সিরিয়া-নীতি নির্ধারিত হবে।
এই বসতি স্থাপন আন্তর্জাতিক আইন পরিপন্থি হলেও তার তোয়াক্কা করে না তেল আবিব। এ বিষয়ে নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমির এই এলাকা আমরা ছাড়বো না। এখানে আমরা উন্নয়ন করব, আরো বসতি স্থাপন করব।
তবে, এই পরিকল্পনায় আপত্তি জানিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, বসতি সম্প্রসারণের কোনো প্রয়োজনীয়তা দেখছেন না তিনি।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সিরিয়ার সঙ্গে সংঘাত বাড়াতে ও বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে চান না। তাহলে বসতি স্থাপনের পরিকল্পনা করে আবার ঠিক উল্টো কাজটিই বা কেন করছি! আমরা ইতোমধ্যে যথেষ্ট সংকট মোকাবিলা করছি।
নেতানিয়াহুর এই ঘোষণার কিছু দিন আগেই সিরিয়ার কার্যত নতুন নেতা (ডি ফ্যাক্টো লিডার) আবু মোহাম্মদ আল-জোলানি সামরিক অবকাঠামোতে ধারাবাহিক ইসরায়েলি হামলার সমালোচনা করেছিলেন।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ৮ ডিসেম্বর থেকে সিরিয়ায় ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
সিরিয়া টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে আল-জোলানি বলেছেন, ইসরায়েলি হামলা বিপদসীমা অতিক্রম করেছে। ফলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিবেশী কোনও রাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না সিরিয়া। যুদ্ধবিধ্বস্ত দেশের নতুন সংঘাতে জড়ানোর অবস্থা নেই। তবে তার বক্তব্যের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার কথা স্বীকার করেছে ইসরাইল। সোমবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে ওই হত্যার কথা স্বীকার করেছেন।
১ দিন আগেচলমান রাজনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার লক্ষ্য নিয়েই এই আলোচনা শূরু হয়েছে বলে জানিয়েছেন উভয় পক্ষের নেতারা।
১ দিন আগেব্রাজিলের দক্ষিণাঞ্চলের গ্রামাদো বাণিজ্যিক নগরীতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন।
২ দিন আগেফিলিস্তিনের গাজা শহরের আল-জায়তুন মহল্লায় ছিল আদ-দুস পরিবারের বাস। বৃদ্ধ আওনি আদ-দুস ও তার স্ত্রী ইবতিসাম থাকতেন তাদের ছেলে আদিলের পরিবারের সঙ্গে। আদিলের পরিবারে ছিল তার স্ত্রী ইলহাম ও তাদের পাঁচ সন্তান।
৩ দিন আগে