Ad

বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯: ০১

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের গ্রামাদো বাণিজ্যিক নগরীতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন।

রোববার রিও গ্রান্দে দো সুল রাজ্যের গ্রামাদোয় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

রিও গ্রান্দে দো সুল রাজ্যের নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে জানায়, পাইপার সিয়েন্নে ৪০০ টারবোপ্রপ মডেলের ব্যক্তিগত এই বিমানটি চালাচ্ছিলেন লুইজ ক্লাউদিও সালগুইরো গালিয়াজ্জি নামের এক ব্যবসায়ী। বিমানটির যাত্রী ছিলেন তার স্ত্রী, তিন কন্যা এবং পরিবারের অন্য সদস্যরা।

৬১ বছর বয়সি গালিয়াজ্জি তার পরিবারকে নিয়ে সাও পাওলো রাজ্যের জুনদিয়াই বেড়াতে গিয়েছিলেন। বিমানটি কানেলা শহর থেকে উড়ার কয়েক মিনিট পরই একটি ভবনের চিমনির সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাড়ি ও দোকানের ওপড় আছড়ে পড়ে। এতে বিমানের সব যাত্রী নিহত হন। আহত হয়েছেন মাটিতে থাকা ১৭ জন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিমানটি উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। বিমান বিধ্বস্তের ঘটনায় একটি বাড়ি, আসবাবপত্রের দোকান ও একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে দেশটির অ্যারোনটিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সেনিপা)।

পর্যটন কেন্দ্র হিসেবে গ্রামাদো বেশ জনপ্রিয়। এখানে ক্রিসমাস ও নতুন বছর উদযাপন উপলক্ষে অনেক পর্যটকের সমাগম হয়।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত