Ad

সংকট নিরসনে পাক সরকার ও পিটিআই’র মধ্যে আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০: ৪৭
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০: ৫১

পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে অবেশেষে সরকার এবং বিরোধী দল পিটিআই’র নেতাদের মধ্যে বহু প্রতীক্ষিত আলোচনা শুরু হয়েছে।

সোমবার পাকিস্তানের পার্লামেন্ট ভবনে এই আলোচনা শুরু হয়েছে। চলমান রাজনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার লক্ষ্য নিয়েই এই আলোচনা শূরু হয়েছে বলে জানিয়েছেন উভয় পক্ষের নেতারা।

পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াদ সদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকার পক্ষের উপপ্রধানমন্ত্রী ইসাদ দার, প্রধানমন্ত্রী উপদেষ্টা রানা সানাউল্লাহ, সিনেটর ইরফান সিদ্দিক, পাকিস্তান পিপলস পার্টির নেতা রাজা পারভেজ আশরাফ, নাবিদ কামার এবং এমকিউএম-টি নেতা ফারুক সাত্তার অংশ নেন।

পিটিআই’র পক্ষে সাবেক স্পিকার আসাদ কায়সার, সুনানী ইত্তেহার কাউন্সিল চেয়ারম্যান, সাহেবজাদা হামিদ রাজা এবং মজলিশ ওহাদাত-ই-মুসলিমিন-এর নেতা আল্লামা রাজা নাসির আব্বাস বৈঠকে অংশ নেন।

এই বৈঠকের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে আলাপে পাকিস্তান সংসদের স্পিকার আয়াদ সাদিক বলেন, এই বৈঠকটি দেশের চলমান সংকট দূর করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বৈঠকের গুরুত্ব অপরিসীম, তাই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এই বৈঠকে অংশ নিয়েছি। তিনি বলেন, ‘আমি বৈঠকে অংশ নেওয়া সব সদস্যদের ধন্যবাদ জানাই।’

আমি আশা করি, চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য যতগুলো ইস্যু রয়েছে সবগুলো নিয়েই ভবিষ্যতে আরও আলোচনা হবে। বৈঠক সম্পর্কে পাকিস্তানের অন্যতম গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বৈঠকে পিটিআই’র পক্ষ থেকে বেশ কিছু দাবিদাওয়া তুলে ধরা হয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ আটক সব পিটিআই নেতাকে মুক্তি দিতে হবে। এছাড়া, বহুল আলোচিত ৯ মে’র ঘটনা তদন্তে জুডিশিয়াল কমিশন গঠন করতে হবে।

বৈঠক সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপে আসাদ কায়সার বলেন, পিটিআই স্পষ্টভাবে তার অবস্থান তুলে ধরেছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়াসহ অন্য আরও যেসব দাবি রয়েছে তার সমাধান করতে হবে। তিনি আরেও বলেন, আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বিতীয় দফার বৈঠকে আমাদের দাবি বিস্তারিতভাবে তুলে ধরব।

আজকে যে আলোচনা হয়েছে তা প্রাথমিক পর্যায়ের।

আজকের বৈঠকে পিটিআই’র পক্ষ থেকে যেসব দাবি দাওয়া তুলে ধরা হয়েছে তা সরকার মেনে নিয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হামিদ রাজা বলেন, কেবল তো আলোচনা শুরু হলো, এই মুহূর্তে কীভাবে উপসংহার টানব। আগামীতে আরও আলোচনা হবে। আমরা সবাই ইতিবাচক মনোভাব নিয়েই আলোচনায় বসেছি।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত