Ad

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৪৫ হাজার

আতিকুর রহমান, চবি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯: ৫৫
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০: ১৯
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে এক বছর দুই মাসের বেশি সময় ধরে। এ সময়ে এমন কোনো দিন নেই যেদিন ইসরায়েলি হামলায় গাজায় কোনো ফিলিস্তিনি প্রাণ হারাননি। গত ২৪ ঘণ্টায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ২৮ জনে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৬ হাজার ৯৬২ জন আহত হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী ৫২ জনকে হত্যা করেছে এবং ২০৩ জনকে আহত করেছে। এই সময়ে সাতটি পরিবারে হত্যাকাণ্ড পরিচালনা করেছে ইসরায়েল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পরও ইসরায়েল এই আগ্রাসন বন্ধ করেনি।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত