Ad

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত

আতিকুর রহমান, চবি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০: ১৭
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০: ৩৮

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও লক্ষাধিক। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে আরও ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে। এই হামলায় আরও অন্তত এক লাখ ৬ হাজার ৬২৪ জন ব্যক্তি আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত