Ad

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন চীনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১: ৫৬
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১২: ৩০

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্প নিজেই চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন। ওয়াশিংটনে ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রাম্পের অন্তর্বর্তীকালীন মুখপাত্র মুখপাত্র ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার এ তথ্য জানান।

ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট ছাড়াও অন্যান্য বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু তাদের কারও নাম নির্দিষ্ট করে বলেননি ক্যারোলিন।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে ক্যারোলিন বলেন, ট্রাম্প যে কারও সঙ্গে কথা বলতে ইচ্ছুক। তবে তিনি সব সময় যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে রাখবেন।

৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পরপরই তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট। বার্তায় বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন শি জিনপিং।

ট্রাম্প ও শি অতীতে বেশ কয়েকবার দ্বন্দ্বে জড়িয়েছেন। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু হয়, ওই সময় উভয় দেশ একে অপরের পণ্যের ওপর শুল্ক আরোপ করে।

কোভিড–১৯ মহামারির সময়ও চীনের বিরুদ্ধে বক্তব্য এবং করোনাভাইরাসকে বারবার ‘চায়না ভাইরাস’ বলে অভিহিত করার জন্য চীনের বিরাগভাজন হয়েছেন ট্রাম্প।

ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত