Ad

যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্রে হামলা চালাল ইউক্রেন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১২: ০৭

ইউক্রেনের হামলায় রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলের একটি শহরে শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। কুরস্কের রিলস্ক শহরে গতকালের ওই হামলায় শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মাটিতে হামলা চালাচ্ছে ইউক্রেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

গতকাল কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং ১৩ জন আহত হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই কুরস্কে পাল্টা হামলা চালায় ইউক্রেন।

কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার কিনশটেইন বলেছেন, আহত ১৩ বছর বয়সী এক শিশুর অবস্থা গুরুতর। তবে বিস্তারিত তথ্য দেননি তিনি।

কুরস্কে ইউক্রেনের আক্রমণ ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত আগস্টের শুরু থেকে সেখানে শক্ত অবস্থানে রয়েছে ইউক্রেনের সেনারা।

রাশিয়ার দাবি, ট্রাক-মাউন্টেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। এগুলো ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মোবাইল লঞ্চারগুলো সহজে শত্রুদের নজর এড়াতে পারে। ফায়ারিংয়ের পর বিমান হামলা এড়াতে দ্রুত স্থান পরিবর্তন করতে পারে লঞ্চারগুলো।

গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন। রাশিয়ায় হাজার হাজার উত্তর কোরিয়ান সেনা মোতায়েনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিষয়:

বিশ্ব
ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত