ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের সব তথ্য ব্যান্ডউইথ সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠানের সার্ভারে জমা হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এমনকি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের সব ডাটা এখন রয়েছে ভারতীয় সার্ভারে।
জুলাই বিপ্লবে ছাত্র-জনতা হত্যা মামলায় আসামি করা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের ১৬ প্রকৌশলীকে। পাশাপাশি একই অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এক প্রকৌশলীর বিরুদ্ধেও মামলা হয়েছে।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক ও কর্মচারী তাদের পেনশনের টাকার জন্য দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরছেন।
পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলেই গত দেড় দশকে ৩০০ শতাংশ পর্যন্ত ওষুধের দাম বাড়ানো হয়েছে। ১৯৮২ সালে করা ওষুধ নীতির কয়েক দফা পরিবর্তন হলেও বাড়েনি সরকার নিয়ন্ত্রিত অত্যাবশকীয় ওষুধের তালিকা।
দুদিন দুই রাত গুম রেখে ছাত্রদল নেতা আরিফ বিল্লাহকে নির্যাতন করে ডিবি পুলিশ। নির্যাতনে বাম হাত অকেজো হয়ে যায় তার। তিনি ওই হাত দিয়ে কাজ তো দূরের কথা, কোনো কিছু ধরতেও পারেন না এখন।
রাজধানী ঢাকা এখন আন্দোলনের নগরী। যেন দাবি-দাওয়া আদায়ের মৌসুম চলছে, দাবি আদায়ের পালে হাওয়া লেগেছে। প্রতিদিনই নিত্যনতুন দাবিতে রাজপথের আন্দোলন দানা বাধছে। সড়ক ও রেল অবরোধের পাশাপাশি প্রধান উপদেষ্টার বাসভবনও ঘেরাও হচ্ছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একবার দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ‘ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে।’ তার এ উক্তির আরেকটি নজির সীমান্ত হাট। গত ১৪ বছরে দেশের বিভিন্ন সীমান্তে চালু করা হয়েছে ৮টি বাজার। এতে একতরফা লাভবান হয়েছেন শুধু ভারতীয় ব্যবসায়ীরাই।
ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী ‘রাষ্ট্র মেরামতের’ দায়িত্ব পাওয়া এই সরকারের প্রতি বিপুল প্রত্যাশা থাকলেও ছয় মাসের মাথায় এসে প্রত্যাশা ও প্রাপ্তিতে ব্যবধান দেখা দিয়েছে। মানুষের নিত্য চাহিদা পূরণে সরকারে ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে।
স্বৈরাচারী সরকার পতনের মধ্যদিয়ে মানুষ ফিরে পেয়েছে তাদের ধর্মীয় স্বাধীনতা। এ কথাটিই যেন অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে এ বছর অনুষ্ঠিত অমর একুশে বইমেলায়। এবারকার মেলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইসলামিক স্টল।
বেশ কিছুদিন অস্থির থাকার পর সব ধরনের চাল, মুরগি ও ডিমের দাম কমেছে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহও স্বাভাবিক রয়েছে। বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বাজার থেকে একরকম ‘উধাও’ হয়ে গেছে।
৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সর্বত্র চলছে সংস্কার ও পরিবর্তনের তৎপরতা। তবে এক্ষেত্রে অনেকটা ব্যতিক্রম শিক্ষা প্রশাসন। সম্প্রতি শিক্ষার বিভিন্ন দপ্তরে পদায়ন-পদোন্নতি কার্যক্রম চললেও তাতে সুযোগ পাচ্ছেন না বিগত সময়ে বঞ্চিতরা।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক ও তার স্ত্রী-সন্তান এবং তাদের নিয়ন্ত্রাণাধীন ফাউন্ডেশনের নামে ৭২টি ব্যাংক হিসাবে ৫৬০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের জায়গাটি জালিয়াতির মাধ্যমে দখল করা হয়েছে। অবৈধভাবে দখল করা এই জায়গায় এখন দলের কেন্দ্রীয় কার্যালয়ের দশতলা ভবন। জায়গাটির স্থায়ী দলিল করা হয়েছে শেখ হাসিনার নামে।
দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার ছয় মাস আজ। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওইদিন ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান।
সুপারিশপ্রাপ্ত হয়েও ৪৩তম বিসিএসে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাদ পড়া ২২৭ জনের প্রতীক্ষার প্রহর যেন কোনোমতেই শেষ হচ্ছে না। ভুক্তভোগীদের অভিযোগ, এরই মধ্যে ছাত্রলীগের ক্যাডাররা যোগদান করতে পারলেও নিরপরাধ হয়েও তাদের অনেকে বাদ পড়েছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটাক্ষ করে ‘ডাকাত’ বলেছিলেন এক বিচারক। আরেক বিচারপতি জুলাই বিপ্লবে পুলিশের দেখামাত্র গুলির নির্দেশনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তেমনি খুনের মামলায় আসামি ছিলেন একজন।
সরকারের তরফ থেকেও আওয়ামী লীগের কর্মসূচি দমনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বেশকিছু রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করার কথা বলেছে।