বাংলাদেশের টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) নজিরবিহীন নিয়োগ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পর্যায়ে একসঙ্গে এত বড় অবৈধ নিয়োগ অনেকটাই বিরল ঘটনা।
স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দাবি-দাওয়ার মিছিল শুরু হয়। পতিত আওয়ামী ফ্যাসিবাদের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন বঞ্চিতরা যেমন অধিকার আদায়ের আশায় মাঠে নামেন, তেমনি ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলতে ফ্যাসিবাদের দোসরদেরও আন্দোলনে নানা তৎপরতা দেখা যায়।
বাংলাদেশে চীনা হাসপাতাল
বাংলাদেশে উন্নত সেবাসংবলিত হাসপাতাল তৈরির আশ্বাস দিয়েছে চীন। আর তা নিজ এলাকায় পেতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
দেশের অর্থনীতিতে কাল্পনিক আর বায়বীয় সংখ্যা কমিয়ে বাস্তবতায় ফিরতে চায় অন্তর্বর্তী সরকার। আসছে ২০২৫-২৬ অর্থবছর অনেক দিক থেকেই বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এ অর্থবছরে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন করতে যাচ্ছে।
শেখ হাসিনার বিতর্কিত তিন নির্বাচনের তিন খলনায়ক সিইসি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। পুলিশ-প্রশাসনসহ নির্বাচনসংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ কিছু দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হলেও ভোট ডাকাতির মূল তিন হোতাকে এখনো আইনের আওতায় আনা হয়নি।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশের থানা ও নিম্ন আদালতে ৬০৫টি মামলা দায়ের হয়েছে। ওইসব মামলার এজাহারে তাকে জুলাই ও আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রুগ্নদশা। শেষ পর্ব
জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর প্রকল্পটি বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। যেখানে পাঁচ হাজার থেকে কমিয়ে সাড়ে তিন হাজার শয্যায় করার কথাও শোনা গেছে একাধিক সূত্রে।
বাংলাদেশ ব্যাংকের কো-অর্ডিনেটর বেক্সিমকো গ্রুপের ঋণ নবায়নের ক্ষেত্রে একক গ্রাহক ঋণ সীমার নির্দেশনা পরিপালন এবং গ্রাহর কো-অর্ডিনেটর বেক্সিমকো গ্রুপের ঋণ নবায়নের ক্ষেত্রে একক গ্রাহক ঋণ সীমার নির্দেশনা পরিপালন এবং গ্রাহকের নামে শ্রেণিকৃত ও খেলাপি ঋণ না থাকা শর্তে ঋণ সুবিধা পুনঃনবায়ন করতে পরামর্শ দেন।
জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারের আগে নির্বাচনের দিকে যাওয়ার চিন্তা নেই সরকারের। অন্তত দু-একটি মামলার রায় না হলে সংসদ নির্বাচনের দিকে যাবে না ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ফলে চলতি বছরে নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রুগ্নদশা-২
মাগুরায় চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশু আছিয়াকে গত ৬ মার্চ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। অবস্থা সংকটাপন্ন হলে শিশুটিকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয়।
পুলিশ বাহিনীতে ফ্যাসিবাদের দোসররা ২০০৯ সালের পর থেকে প্রায় ১৬ বছর নিয়মিত পদোন্নতি, গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং, পিপিএম, বিপিএম পদকসহ সব ধরনের সুবিধা নিয়েছেন। কারো কারো বিরুদ্ধে রয়েছে অনিয়ম, দুর্নীতি ও নারীঘটিত অভিযোগ।
রাজধানীর খিলগাঁও থানা
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক পরিদর্শকের নাম রয়েছে, যিনি ১৯ জুলাই বনশ্রী এলাকায় নিহত হয়েছিলেন। সরকারি গেজেটে এই পুলিশ সদস্যের নাম অন্তর্ভুক্ত করার দীর্ঘদিন পর তার পেশাগত পরিচয় প্রকাশ হয়েছে।
সিনিয়র জেলা জজের মর্যাদায় আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) ছিলেন বিকাশ কুমার সাহা। এর আগে ছিলেন ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম)। এই এক বিকাশেই ধ্বংস হয়ে গেছে দেশের নিম্ন আদালত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল- পর্ব-১
প্রত্যাশার চাপে নুয়ে পড়েছে দেশের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেই প্রতিনিয়ত রোগী ভিড় করে হাসপাতালটিতে।
প্রবাসে থাকা ১৮ বছরের কম বয়সি বাংলাদেশিরা পাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। এজন্য ১৮ বছর বা তার বেশিদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সিদের অগ্রিম দুই বছরের তথ্য নেবে নির্বাচন কমিশন (ইসি)।
হোতা ওবায়দুল কাদের-তারিক-সেলিম-হেলাল
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে সড়ক ও সেতু বিভাগ ছিল কমিশন বাণিজ্যের হাট। এ খাত থেকে বিপুল অর্থ হাতিয়েছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ প্রভাবশালী চক্র।
খাতা-কলমে বছরে ২৬ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিংয়ে সক্ষম রয়েছে চট্টগ্রাম বন্দরের। সক্ষমতার সবটুকু ব্যবহার করার পাশাপাশি মাঝেমধ্যে ছোটখাটো কিছু প্রকল্প নিয়ে বর্তমানে ৩৩ লাখ কন্টেইনার হ্যান্ডলিং করছে প্রতিষ্ঠানটি। কিন্তু চাহিদা রয়েছে আরো বেশি।